বহু মেঘ জমে আছে মনে, সন্তর্পণে
হয়তো উষার আলোয় কাটবে না অন্ধকার
কীভাবে কাটাবো দিন?
পৌষের হাড় কাঁপা জ্বরে
বেঘোরে হারাবো কি প্রাণ ভোমরাটারে?
গুঁজে দেই লেপের আস্তিন___

ভাবি বসে, হোলো তো অনেক চলা
অনেক বলা__
বহুদিন বহুমাস বছরের শেষে
আবার বাঁধবো এসে
বিচিত্র জীবনের ঘর, নিয়মের তালে
হয়তো আসবে চিঠি সুখবর ভরে তুফানমেলে..