ভেলা
=====
যদি মনে চায় গোলাপ তোমার খোঁপায় গুঁজে এসো
সুরভি সকালে নদী হয়ে ভালোবেসো
না হয় বিকেলের পড়ন্ত রোদবেলা
এসো দুইজনে মনের দুয়ারে ভাসাবো প্রেমের ভেলা।

ভোজ
======
উত্তাল দিন মনে পড়ে সেই মিছিলে মিছিলে রোজ
কত দিয়েছি উড়ন্ত চুমু তুমিও নিয়েছো খোঁজ
সেই আমি আজ নিমন্ত্রিত, তোমার নাকি বিবাহের প্রীতিভোজ।

ভুল
====
কতকাল হয় দেখিতে যাইনি বাড়ির পাশের নদী
আহা! তোমাকে হারাই যদি
সেই তুমি তো আজ বয়েই যাচ্ছো নদী হয়ে নিরবধি!