একবার তাকিয়ে দেখো
অবারিত হিংসায় এ দেশের বুক চিরে কান্নার সমারোহ
রক্তাক্ত আহবানে ম্লান হয়েছে শহুরে বিলাস
নীতির বুকখোলা বারান্দায় নিঃস্ব হয়ে তাকিয়ে আছে প্রত্যক্ষ প্রত্যয়
নিয়তির পাশাখেলায় এ এক অভিনব যুদ্ধের সংযোজন
একবার চোখ দিয়ে দ্যাখো অপেক্ষার দিক
তীব্র ব্যাকুলতায় ছুটে আসছে ব্যবধানী জীবনযাপন
জনতার উন্মাতাল ঢেউয়ের পংক্তিগুলো দুলছে বেসামাল
দেখো চেয়ে, নক্ষত্রের মতো অনন্ত সৌন্দর্য কীভাবে কাঙাল হয়ে যায়
বিভুই বিকেলের চমক হারিয়ে যায়
মানুষ যে ভাবছে বারবার
"শেকল পরা প্রাণীকে খুলে দিলেও লজ্জার শেকল
আবার বুক পেতে নিতে ভালোবাসে "
এ মিথ কে, এ কষ্টকে মিথ্যে প্রমান করে
এখনো সময় আছে, জাগো আরেকবার
হে অভিশপ্ত বিবেক! হে জাগ্রত জনতা!
দাঁড়াও রাজপথে....
আবারো ফিরাও তোমার চোখ
দেখো, তোমার দিকে তাকিয়ে আছে অসীম বিশ্বালোক।