একবারও ভাবোনি তুমি
তোমাকে পেয়েছে প্রেমে
কিছু রাত কিছু দিনে প্রকৃতিতে থেমে থেমে
বয়ে গেছে ঝড়
পাখিদের কলগানে, পাতাদের উৎসবে
হৃদয়টা হয়েছে নড়বড়।

ভাবোনি তুমি,
তোমাকে পেয়েছে নদী
মন মাঝে নিরবধি ছলাৎ ছলাৎ
কী দারুণ ছন্দে ছন্দে মাতানো আবেগ
সরে গেছে আকাশের বুক হতে তারা ঢাকা মেঘ।

তোমাকে পেয়েছে ফুল
ফুলরেণু মধুমাখা, পূর্ণিমা চাঁদ
তুমিও পেয়েছো কূল
আমার একূলে আমি কুড়াই বিষাদ।
==================