যারা ছিলো এককালে সকলের আগেভাগে
তারা আজ ঝুলছে বাতাসে
চিরকাল জেনেছে মানুষ,
শীত কখনো যায় না কোন এক মাঘে।
যতির চিহ্নে পরমানু রোদ খেলা করে
ঘাবড়ালে যাবে না প্রহর
লিখে রাখা সহস্র কথা, ফুল হয়ে কথা কবে একদিন
বুনেছি শহরে বীজ চরম বিদ্রোহের
মনে পড়ে যাবে এই নিষ্পেষণ নিগ্রহের কাল ছিলো তমসায় ঢাকা
জ্যোৎস্না আসবে নিশ্চয়ই, তখন হৃদয়ের মাঠ হতে ওগো বন্ধু, জেনে রেখো
তোমাদেরও করে দেবো ফাঁকা।