রাত এলে অপেক্ষা বাড়ে
কেউ বুঝেও বুঝলো না এই এতোটা কাল
দরজার খিলান কেবলই জানে
জানে ওই বিষণ্ন আকাশ.....

কলার মোচায় বাঁদুর এলো গেলো
পেঁচা ডেকে জানালো রাত্রি কতটা গহীন
গয়েজউদ্দিন আজান হাকলো ফজরের
পাখিরাও গেয়ে উঠলো গান
জানান দিয়ে গেলো এসেছে নতুন ভোর
এলো না সে

ধানখেতের ভেতর দিয়ে যে নক্ষত্রটি
পথ চিনিয়ে নিয়ে এলো
সে কি আমার গতজন্মের ভাই, বোন
নাকি শত জনমের চেনাজানা কেউ ?

দুরন্ত মিছিলে গিয়ে চিনতে শিখলাম
দেশ আর দেশের মানুষ
মৃত্যু তখনো দেখি দূরে, অপেক্ষায়।
হায়রে অবজ্ঞার দেশ!
আর যেন এখানে না জন্মাই আমি!