আজ আর বলবো না, লিখবো না কিছু
সময়ের চালনে করে ঈশ্বর চেলে চেলে দেখছেন
কে কত পুড়তে পারে, কে কতটা পোড়াতে !
তার হাতেই ক্ষমতা একক ।
আমরা মেরুদণ্ডহীন প্রাণী, নিজেদের দিয়েছি সঁপে
যাপনের কোন খুঁজি না ইতিহাস
দাঁড়াতেও চাইনা ক্ষণিক
শুধু মরে যেতে এসেছি ধরায়, যবনের হিংস্র থাবায়।
যা কিছু খুইয়েছি, যা কিছু দিয়েছি তুলে
পৃথিবীর সব ভুলে
একাকার হয়ে যাক, নিশ্চিহ্ন হয়ে যাক তাতে দুঃখ নাই
জন্মটা যদি ভুলে যাই
ভাবছি কি একবার, তাহলে থাকলো কী
পশু আর আমার তফাতটাই?