মন থেকে তুমি কখনো চাওনি আমাকে
হয়তো আমিও
তাইতো শব্দ শুনি ভাঙ্গনের
জোয়ারের টানেও উজান চলতে দেখি নদী
দ্রোহ ভরা রোদ্দুর এসে খাক করে দিচ্ছে হৃদয়
মিথ্যে স্লোগান তুলে কোন লাভ নেই
কখনো কোন প্রেম-ভালোবাসা পায়নি এদেশ
কেবলই মোহ নিয়ে ছলনার বাতি তুমি জ্বালিয়েছ
চোখের ওপর
তোমার ছলনার ফুল বিষে ভরা
তোমার চতুরতা পৌষ বিনাশী বৃষ্টির অধিক
তবু তুমি যদি যুদ্ধ চাও, তাহলে নিতে পারো প্রস্তুতি
ভেঙ্গে ফেলো, মারণাস্ত্র তাক করো বুকের ওপর
রক্তাক্ত দেহ হতে তবুও তোমাকে ঘৃণা