আমি তো জানি,
কেবল লুটের লোভে প্রেমিক হবে ওরা দেশে
খাবি খাবে ভাগ আর বাটোয়ারায় এসে
বারবার বদলে নেবে রীতিনীতি
ওরা ওপরে ওপরে দেখাবে
ভালোবাসে দেশ জনতা
আছে মায়া প্রেম আর প্রীতি

কেবল লুটের লোভে ওরা বদলে নেবে সময়
নাম ধাম পিতৃ পরিচয়- জন্মের ইতিহাস
শান্তি সাম্যের অঙ্গিকারে
অশান্তি অসাম্য ভরে দেবে ঘরে ঘরে
অভাবের চৌকাঠে বসাবে অত্যাচার
ঋণে ভরা বসবাস

কেবল ক্ষমতা ও লুটের লোভে
বীতশ্রদ্ধ আর ক্ষোভে -ওরা ভরবে বন্দীশালা
প্রহসন রায়ে দেখাবে স্বপ্ন অলীক
প্রলোভনে নিরীহরা বিকোবে ইজ্জত
বারুদ চোখে ঝরাবে জল নিরুপায়
নারী তার হারাবে সম্ভ্রম
ফুটলেও ফুল— হুল ফুটাবে অযাচিত ভ্রমর
তবু একদিন সত্য
সত্যের মতো জেগে উঠবে নিশ্চয়।