এই তো ক'দিন আগেও লিখেছি
এসো পথে নামি
দিয়েছে ডাক নিজস্ব বিবেক
দুর্নীতি, স্বজনপ্রীতি, চাঁদাবাজি, লুটতরাজ হতে
বাঁচাই স্বদেশ__
এসো হাতে হাত রাখি
ঘুচাই সবার আঁধার জীবন।
ক'দিন আগেও লিখেছি
ধনী গরীব, মজদুর লুটেরার বৈষম্য ভেঙ্গে
ষড়যন্ত্রের বেড়াজাল করে ভেদ
জাগুক কোন হ্যামিলনের বাঁশিওয়ালা
হাত বাড়িয়ে, ডাক দিয়ে যাক কোন কমরেড।
লিখেছি, এসো ঘর ছেঁড়ে
পতাকায় লিখি রক্তের অক্ষরে
প্রতিবাদ, প্রতিকার_
কাঁপাই শাসকের ভিত....
ঈশ্বর হয়তোবা শুনলেন ডাক
অথচ তাকিয়ে দেখি
ভুলে ভরা মানুষের ভীড়ে
বাঙ্গালীও করেছে বিরাট ভুল
অন্য লুটেরার খপ্পরে স্বদেশ
রক্তচোষা আন্তর্জাতিক ষড়যন্ত্রী এক।
জানি, বিচারের বাণী বড়ই হাস্যকর
শাসক আর শোষকের নিছকই
গড়াপেটা খেলা।
মোমবাতির ম্রিয়মাণ আলো নয়
চাই মশালের দাউদাউ আগুন
ছাইচাপা ক্রোধের আগুন
যদি জ্বালাতে পারো
যদি ঝাকিয়ে দিতে পারো
ঘুমকাতুরে বাঙ্গালীর শিরা উপশিরা
যদি জাগিয়ে রাখতে পারো আবহমান
তবেই মুক্তি এদেশের।