|| বয়স --১
ফাগুন তো চলে গেছে কবে
কোকিলেরা আর ডাকেনা
গাছেরা যদিও জেগে আছে
ভরা জোয়ারের গান গায় নদী
পিতলের কাজ করা মন
ভেতরে ইঙ্গিত করে আছে
তবু তাকে ফাগুন বলেনা।
|| বয়স--২
অন্ধকার পেরিয়ে
বহুকাল তোমাকে খুঁজলাম
যদিও বৈশাখ এসেছিল
পূবের দরজায়, যদিও লেগেছিল সাড়া
গোর্কির স্মৃতি গুলি -------
বার বার আহাজারী হয়ে লুকালো ;
ভেতরের বয়সটুকু মূক হয়ে আছে
আমাদের অন্ধকার ভালোবাসা ও হৃদপিণ্ডের কাছে।
|| সত্যাকাশ ||
এবং সেই স্বপ্নে ভরা দিন গুলি
অবশেষে কালের সুবাতাস এসে
বাস্তবের আঙ্গিনায়
ডানা মেলে দাড়ায়ে স্বয়ম্ভর
ভালোবাসা ছড়ালো যথাযথ
নিরাকপড়া সন্ধ্যাকাশেও
উদ্ভাসিত আলোর মিছিল এলো
সময়ের সঠিক ব্যবহারে
পরিশ্রমের সঠিক সংগমে।
|| যশোদা, তোমাকে বলছি ||
যশোদা, কেন তুমি কাঁদো
জানো আজ অবেলা ?
তোমার হাতের পুস্পগুচছ
এখনো ছুঁড়ে দাও
নইলে বাতাবি বনে চাঁদ ডুবে যাবে
হিজলের চরে মরে যাবে
নিশাচর বাঁদুরেরা
তুমি তো নিসর্গ জীবনের সাথী
আমার এ কথাগুলো শোনো অন্তত ।
|| দুঃখ ||
আজ তো ভরা পূর্নিমা,তোমার
চারুদ্বীপে ভাসাও ভেলা শুভ্র সংকেতে
বাদলের রাত ছেড়ে গেছে রঙ্গিন আকাশ
প্রখর জ্বালা রোদের হরিদ্রাভ অবয়ব
কেটে উঠেছে দেয়ালী আলো
উঠেছে চাঁদের হলুদ রোদ
গুবাক তরুর ফাঁকে
একান্ত নির্জনে
চেয়ে দেখ, দুঃখেরা সব তাবু ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র।