১)
জীবন থেকে সমস্ত নেশারা গিয়েছে চলে
আর কোনো নেশা নেই
সমস্ত আকাঙ্ক্ষা ফুরিয়েছে, এটাও জানি
কবিতার ছুটি নেই।

দুঃখের নামতা জানা নাই
তবুও দুঃখের নদী সাঁতরে সাঁতরে আমরা সবাই
দুঃখের ওপারে যাই।

তুমি তো আমার তুমুল সঙ্গী চিরকালের
হাঁটতে হাঁটতে চলো যাই
হেরা গুহা, সওর পাহাড়, দগ্ধ সিনাই।
_________________________