প্রকৃতি আজ প্রকৃতিতে নাই
কিবা কার্তিক অঘ্রাণের ঘ্রান,
না না না হেমন্তও নাই
হেমন্ত আজ
কবিতায় আসে কবিতায় যায়
প্রকৃতিই আজ মানুষের জন্যে বড্ড অসহায়।

দেখো না চেয়ে
দিনশেষে আজও দেশে দেশে ক্ষুধার্ত কাতরায়
এখনো চোখে শ্রাবণধারা নামে
রাজাদের কাছে অমলের চিঠি যায়
বেদনায় ভরা খামে।
রাজারা কী শোনে সে বেদনার কান্না?
তাদের মাথায় যুদ্ধের হোলিখেলা
কে দেখাবে পথ? কে দেবে বলে, "থামো,
আর না। "