আগ্রহ কিছুদিন খুবই সতেজ থাকে
ভালোবাসা কিছুদিন ফুলপাখি হয়
চাঁদের হলুদ রোদ যেমন বাড়ে আর কমে
চোখের চাওয়াও তেমন হয়
প্রিয়জন, প্রিয়বই, প্রিয় ফোন, কোনো কিছু নয় আপন,
এবং স্থায়ী ; অবেলার কালো সাপ মনে মনে,
হাঁটাহাঁটি সারাক্ষণ।
কেবল সেতারের সুর ছাড়ে কালো অন্ধকারে
আরো কিছু চাহিদা পাঠায় কুয়াশায়
বন্ধকী ভালোবাসায়।
কন্ঠ চেপে আসে, ভেতরের মাথা কাজ করে
রোবট সদৃশ, বেলুনের মত ফুলে ওঠে মন
অথচ দ্বৈরথে চড়ে
সম্ভোগে, সুখে, শান্তিতে
কাটলো সামান্য সময়
তারপর, তারপর আরেক জনম।