নড়ছে না সময়
গৃহবন্দী অলস ঘুমে ডুবে যাচ্ছে আগামী
প্রাণশক্তিরাও নাগাল হারাচ্ছে দিনদিন
বলবো, বাঁচবার তাগিদেই বর্তমানে বেঁচে থাকা।
জানি, প্রহরে প্রহরে বেজে যায় ঘন্টাধ্বনি
অপেক্ষার পায়চারী
বিকৃতভাষ্য নিয়ে বেজে ওঠে ফোনের রিংটোন
চাপা স্বরে কেউ একজন বলে যায়
পৃথিবী রাজত্ব করছে বুনোশুয়োরের দল
নাই তার প্রেম আর ভালোবাসবার মতো মন।
তরল আর ধূমায়িত অতীতকে মুছবো কীভাবে?
তারচেয়ে ভালো, অনিবার্য নেমে পড়া
দুঃখীর বাগানে কখনো তো সুখ পাখি গান করে না।