আজকাল বড়শিতে চেতনার টোপ
জলাধারে ক্ষুধার উপদ্রব
মাছে ভাতে বাঙ্গালীরা পাল্টে ফেলছে অভ্যাস
ক্ষুধা দিয়ে চলছে ক্ষুধার নিবারণ
কুবীর মাঝি বলবে না আর," খামু না? পোলাগো খাওয়ামু না? "
-
দুর্ভিক্ষ দেখেনি যদিও
দেখেছে অভাব সততার, দেখছে জিহ্বা হায়েনার
ইঁদুর কাটেনা ক্ষেতের ধান, পুরোটা এখন তার।
-
পুষছে বিড়াল; আশ্চর্য সখ্যতা তার
ইঁদুর নিচ্ছে নিক, বিড়ালের চোখ বোঁচকার দিক।
-
চাকর, সে ঘরের চাকর
সেও বসে নেই আর কারো চোখের ভেতর
দেদারসে লুটছে মাল এধার কা ওধার
সমৃদ্ধি হচ্ছে ঠিকই সুদূরের বেগম পাড়ার।
-
চায়নি দিতে একটুও, মান আর ইজ্জত
নিজেকেও পারেনি বাঁচাতে, ওদের ছাঁড়া
ওরাও বুঝেছে এবার, ঠকেছে এতটাদিন
তাই তো দিয়েছে তাড়া।