নিজেকে ভদ্রলোক বলে দাবী করো না
সভ্য সুশীল কিংবা ব্যবসায়ী রাজনীতিবিদ নয়
ইতর চোর ছ্যাচড় কিংবা পকেটমার বলেও না
এ দেশ ভরে গেছে অপ্রেমে, মানুষ মানুষের সংঘাতে
হিংসায় আর পরাবাস্তব ভাবনায়।
এদেশের মানুষ এখনো পরকথা শোনে
দেশপ্রেম ঝুলায় ললাটে
এখনো স্বার্থের বীজটারে ভালো করে বোনে
এ দেশের মানুষ এখনো স্বহস্ত নয় পরহস্ত ভালোবাসে।
কোথাও বসবো আমি সে জায়গাটি নেই
কোথাও লুকিয়ে থাকবো সে উপায়টি নেই
নদী মাঠ খাল বিল জঙ্গল সবই তো খেয়েছে পাখি
কীবা আছে আর বাকী!
ডাঙগুলি, গোল্লাছুট, পাঠশালা তার অনুরাগী
হাকালুকি হাওড়ের মতো মাঝে মধ্যে মনমাঝে জাগি
নিয়েছে বিদায়।
এখন আর তাই চাইনা যুদ্ধে যেতে
কিংবা স্লোগানে মিছিলে
এখন আর চাইনা প্রেমিক হতে
প্রেম বনে কবিতার ফুল ফোটাতে
এখন আর ইচ্ছে করে না
অন্য কারো স্বপ্ন ভেঙ্গে অলীক স্বপ্নের ঘুড়ি ওড়াতে।
কবিতায় আমি ফোটাতে পারিনা তেজ, বুদ্ধিদীপ্ত দ্রোহ
কবিতায় আমি আঁকতে পারিনা নদী ফুলপাখি মেঘসহ
দৃষ্টি হয়েছে ক্ষীণ, বোধ ও বিবেকহীন
আহা!
চলছে আমার, আমাদেরও এক শূন্যতা ভরা দিন।