কেন এতো রাগ করো আজকাল?
আমি যখনই বলতে চাই কোন একটা কিছু
কী বুঝে কী মনে করো তুৃমিই জানো, নয় তো এই ব্রহ্মাণ্ডের যাবতীয় পরিত্রাণের কথামালা
নইতো আমি ধ্বংসের কোন অদ্ভুত ঠিকাদার।
তবু তোমার ফেউ ছোটে, অনবরত আমার পিছু পিছু।

নই আমি দস্যু বিরাট, নেই আমার মারণাস্ত্রের ভাণ্ডার
দেশে দেশে যুদ্ধকে পুঁজি করে গড়ি না নিজের সম্ভার
কেন মিছে রাগ করো, কেন ফেউ ঘোরে পিছু?
এখনো বলতে পারিনি কিছু, তবে বলবো বলবো করে ভেবে বসে আছি
এবার আমি নাম লেখাবো সংস্কারের, ভেঙ্গে দেবো রাজকীয় অন্ধকার,
আমি তো কবি, আমার কোন রাজদণ্ড নেই, নেই
কোন সিপাহশালার, আঙ্গুলের স্পর্শই আমার সবচেয়ে বড় হাতিয়ার।

বলছি না আবার আসবে গোর্কি, নুহের প্লাবন
মারী আর মড়কের দুরন্ত ছোবল
অনুমান করি, একটা কিছু হবে, হওয়াও দরকার
এসো শুরু করি শুদ্ধির আন্দোলন।
_________________________