প্রতিভা চলো, ওই দ্যাখো পশ্চিমাকাশ লাল
কুয়াশার ঘেরাটোপে পড়তে চাই না আর
দিবসের মলিনতা দূর না হতেই
চলো যাই, পার হই তৃষ্ণার নদী
পার হই অমল ধবল পথ, নাইবা হলো ফুলের সুরভি
নাইবা হলো আলেয়ার আলোয় ঘোরাফেরা
দ্যাখো না, এখানে মানুষ বলে কেউ নেই,
মানুষের ধ্বজাধারী ময়ূর পুচ্ছ লাগানো কাক
পাথরের আদিমতা নিয়ে চেয়ে আছে অপলক।
চলো যাই, ওই তো দিগন্তরেখা। মিলিয়ে যাই
এ মিথ্যের চারপাশে বারুদের গন্ধ অনেক
এখানে ক্ষমতার লিপ্সা অনেক
এখানে দৃষ্টির সীমানা ভরা লোভ, হিংসা, বিদ্রূপ
কারুকাজ করা ঠোঁট
এখানে সৃষ্টি নয়, ধ্বংসের ঠিকাদার শানাচ্ছে মারণাস্ত্র
দ্যাখো না পৃথিবীতে আজ বড় তমসা ও ভয়!
প্রতিভা চলো যাই,
ওই দূর গ্যালাক্সি পাড়ি দিয়ে না ফেরার দেশ
ওখানে সুখ পাখিদেরঅনন্ত বসবাস
শুনিনি ওখানে হয় হিংসা আর মিথ্যার চাষবাস
চলো যাই, যদি পাই সামান্য আশ্রয়
মিশে যাবো স্রোতের মতো ভাবনা বিহীন।