যাবতীয় হুমকি ধামকি উপেক্ষিত হলো,
হাত হতে তীক্ষ্ণ তীর পড়ে গেলো
পাক্কা নিশানা, তাও মিসমার হলো বিচক্ষণতায়।
তারপর গা এলিয়ে না ঘুমুলে
হয়তোবা এতো এতো ধ্বংস বিনাশ আর লাশ দেখতে হোত না
প্রবল আকর্ষণে আগ্রহে বিপুল ব্যয়ের নির্মান ছাই ভষ্মে পরিণত হোত না
সকলেই জানে কিন্তু মানেনা
ষড়যন্ত্রী চিরকালই কাজে লিপ্ত তার
কখনো ব্যর্থ-শূন্য, কখনো দেখে মুখ সফলতার
তবুও বলবোঃ
ধ্বংসের মধ্যেই নির্মাণ, আঁধার কেটে আসে আলো
ঈশ্বরের পৃথিবীতে প্রলয় আসবেই
তা বলে সৃষ্টি কখনো থাকে না থেমে।