প্রতিভা,
এখনো কী কবিতার বই হাতে রাত জেগে
বসে থাকো তুমি?
এখনো কী চাঁদ আর তারাদের সাথে
মিহি সুরে গেয়ে চলো নদী ও জলের গান?
কেউ জানুক বা না জানুক
রোদের ঘ্রাণ নিতে নিতে জানতে পারি
কবিতার স্বাদ এক উন্মাদ নহর
বেঘোর বাতাসে ফুলে ওঠা জলজ হৃদয়
যেখানে আমি করিনি বাস কখখনো কোনদিন
প্রতিভা,
জীবনের সাঁতার কী ভুলে গেছো এতোদিনে?
তোমার ওই স্রোতস্বিনী নদীর বাঁকে বড় ভয়
ওখানে ব্যথা বেদনা ও সংশয়
ওখানে ভাসে, ডোবে জীবনের জলছবি
তবুও বারবার ছুঁয়ে দেখবার বণ্য ব্যাকুলতা
আমাকে আজও আচ্ছন্ন করে, উদভ্রান্ত করে
তুমি গুনবেনা অপেক্ষার প্রহর?
জানলে অবাক হবে
আজও আমি তেমনই চাতক চোখা
অনন্ত তৃষ্ণায় বেঁচে থাকি
আমার ভেতরের চিরবহমান স্মৃতির রেখা ধরে
বলো, ধরবে তুমি আমার স্মৃতির করাঙ্গুল?