তিনটি স্বপ্নের চারা লাগিয়ে পরিষেবা দিচ্ছিলাম
তৃষ্ণায় জল, আঁধারে আলো, আগামীর হাঁটা
পরমায়ু গুনে গুনে বিবর্ণ সন্ধ্যার মতো
কখনো ভাবতে চাইনি অবগাহনে ধুলো জমে যাবে
জমে যাবে ঘৃণার পাহাড়।
*
রৌদ্রতাপে বিরক্তি বৃক্ষের মতো ক্রমশ বাড়ে যদি জীবনের সন্তাপ, না চাওয়ার নিঃশ্বাসে গজিয়ে ওঠে যদি অকল্যান সাহস, যদি না পারি বুঝাতে, না পারি ঘূর্ণন থামাতে পৃথিবীর, জল চোখে ফিরবো না আর
আমিও হবো ঠিক হিম পাথরের মন
যা যাবার গেলো চলে, কান্নাকে কখনো আর দেবোনা আশ্রয়
পরাধীন হতে হতে একদিন মৃত্যুই টানুক আমার স্বপ্নের ইতি
*
সে ই ভালো যদি ঝোড়ো রাতে আসে ঝড় আগুন মুখো
পোড়ে তো পুড়ুক জল, দেহের খামার
আমার দিগন্ত পুড়ুক, পুড়ুক সংসার
গুনতে চায় যদি আমাকে বিহীন কেউ, আগামীর দিন গুনুক আবার।