কি করলে অবশেষে?  
যদি আরেকটু নিমগ্ন হতে ক্ষতি কি ছিলো?
আরেকটু বাসলে ভালো?
দেখতেও পারতে হয়তো কোনো সুবাহিত পথ
আকাশও দেখাতে পারতো কোনো আলোর সুহৃদ।

জানো তো, অবিরাম ভেসে চলা স্রোতও কখনো কখনো মাঝপথে থমকে দাঁড়ায়
ভাবে, স্বপ্নদর্শী মেঘের সাথেও আর বনিবনা হবে কিনা কোনদিন। ঘেঁটে দেখি মায়াজাল, বিষাদের সমীকরণ।

তুমি তা ভাবলে না, ঘাঁটলেও না
যখন দেখলে, ইচ্ছেরা ডুবে গেছে অনিয়মের অগাধ জলে, পারিপার্শ্বিক আলোগুলো জ্বলছে নিভছে অবিরাম  
তখন, হ্যাঁ তখনও সু্যোগ ছিল চমকের
পারলে না__
ভুলে ভরা ঠিকানায় পৌঁছলো না অখিলের চিঠি
ভেতরের কুয়াশারা ঘুরলো দিকবিদিক।
আহা! দেখতেই পারছি না এই বিভৎস বসবাস!

বাতাস মলিন হলেও হতাশ হবো না একটুও
অন্ধকার ভেদ করে সূর্য যেমন করে পৌঁছে দেয় আলো
দুঃখ পাড়ি দিয়ে নিশ্চয়ই আমরা দেখতে পাবো একদিন আবার এসেছে আমাদের স্বপ্ন সোনালী দিন।