স্মৃতি মাসী, পূজো এলেই তোমায় মনে পড়ে
তুমি আমার অহংকার ই ছিলে
পূজোর রাতে আদর করে খাইয়েছো দই চিড়ে
এখনো কি তোমার চোখে জল, করছে ছলাৎছল?
তোমার যদি হতাম ছেলে কিংবা তোমার সাত রাজারই ধন, পেতাম কি আর শোষকদলের মন?
ওরা চেনে পয়সা কড়ি লুটের হাঁড়ি, কারো জীবন গেলে যাক, দেশের গরীব দুঃখ পায়তো পাক
তাতেও তাদের যায় আসে না কোনো।
স্মৃতি মাসী, আমার কথা শোনো....
তোমার হাতের ফুলকো লুচি আলুর দমের ঝাল
আমের আচার নাড়ুর বৈয়াম আজো নাচায় গাল।

আসবো নাকি আর একটিবার?
আরেকটিবার আসলে তুমি চিনবে কেমন করে?
সেই খোকাটি নেই আমি আর খোকার বাবা এখন আমি, তোমার মতো চোখেতে জল ঝরে...
কত খোকা জীবন দিলো, যারাই বসে ক্ষমতার মসনদে
তারাই কিন্তু খুব ক্ষতিকর, যে বসে যেই পদে।

এদেশে নাই আচার বিচার,
                   কেবল পক্ষপাত আর স্বার্থ টানাটানি
সারাজনম পুড়িয়ে যাচ্ছি মন যাচ্ছে না তো হিংসা হানাহানি
স্মৃতি মাসী, তোমার স্মৃতি বুকের ভেতর থাক
কেবল ভাবি, অত্যাচারী শুধুই নিপাত যাক।