হৃদয়ের বেশ কয়েকটা অনুভূতি ঝুলিয়ে রেখেছি
আগ বেলার রোদ্দুর বারান্দায়
এখন পারিনা,
এখন এ প্রান্তিক চোখে নিতান্তই অস্বস্তিকর
স্ফূর্তির নতুন সৌন্দর্যের সংজ্ঞা নিরূপণ।

উদাস মনে ফিরে তাকাই, ডানে বামে পেছনে
ভাবছি না কোনকিছু
ভাবছি না,
বেঁচে থেকেও কতটা ফেলনা হয়ে গেছি আজকাল
তবু কেন যেন মনে হয়,
বিষণ্ণ বাতাসও হেসে ওঠে আমার শূন্যতা দেখে
নিকট স্বজনও দ্যাখে চেয়ে অবজ্ঞার দৃষ্টিতে।

এতোটা উদাস আমি হইনি কখনো
দেখলাম, বিরক্তির ভঙ্গিমায়
কে যেন শূন্য নিয়তিকে গুঁজে দিয়ে গেলো
ছুঁড়ে দিয়ে গেলো অভিশাপ

জানিনা,
ছুঁড়ে দেয়া এ অভিশাপে আর কতটা লণ্ডভণ্ড হবো?

মানুষের ভালো থাকা কেড়ে নিয়ে, কেইবা কতটা এগোবে সম্মুখে?