যদি কখনো কিস্তিতে ভালোবাসা বেচি,
কিনবে?
যতগুলো দিয়েছি চুমু তার থেকে কিছুকিছু কিস্তিতে নেবো ফেরত, দেবে?
তাহলে এসো চুক্তিতে করি সই
আইএলও বিশ্বব্যাংক কিংবা সুদে ইনুছের দরকার নেই
তুমি আর আমি
ওই চাঁদ জোছনা ছড়াচ্ছে, ছড়াক
ওই আকাশ শিশির ঝরাচ্ছে, ঝরাক
রাতের কানাকুয়া ডাকছে, ডাকুক  
গৃহস্থ বাড়ির কুকুর জেগে আছে, জাগুক
রাত জেগে কোন কবি লিখছে কবিতা,তাও লিখুক
এসো বাকী ভালোবাসার হিসেবটা কষে নেই

জানি, জীবন ক্ষণিক, অফুরন্ত নয়
সবকিছু চুকিয়ে নেয়া ভালো, ফাগুন আর নাও পেতে পারি, কোন চক্রবৃদ্ধি না হোক কিংবা অধিক লাভের
যেটুকু পাই তাতেই খুশী হবো খুব

এখন জীবন লুট করে নেবার সময় নয়
কিংবা ভালোবাসা
ইনুছের মতো দেশ দখলেরও সময় নয়
দেয়া আর নেয়ার সময়, কেনা আর বেচার সময়
গড়ে তুলবার সময়
দুঃখ ভুলে এসো হোক, করি সুখ স্বপ্নের লেনদেন
এসো, তুমুল আন্দোলনে কাঁপাই লুটেরার মসনদ।