সেই কৈশোরে
থলে ভর্তি দুঃখ নিয়ে যাচ্ছিলাম নদীর ঘাটে
ভাসিয়ে দেবো বলে
তখন পেছন থেকে কে যেন ডাকলো
ফিরলাম, দেখলাম না কিছুই
শুধু শুনতে পেলাম করুন কান্নার আওয়াজ
বিউগলে হারানোর সুর
না থেমে পা বাড়ালেই আবার বলে উঠলো,
তুমি তো জানো, সুখ দুঃখ পরস্পর জমজ ভাই
একজন ছাড়া চলে না অন্যজন
ক্ষুধা খরা জ্বরা বন্যা যাবতীয় দুর্যোগ আর সবটুকু  আনন্দে আমরা সঙ্গী একে অন্যের
তুমি যদি ভাসিয়ে দাও দুঃখগুলো, তাহলে?
তাহলে সুখবীজে অংকুরোদগম থেমে যাবে
সুখের পায়চারীতে পৃথিবীতে নামবে বিরহ দহন
হবে একা এক নিঃসঙ্গ জীবন।

কেউ কি কখনো চায়
স্বর্গ হোক তার একক বসবাস?
চায়নি আদম
ঈশ্বর বানালেন পরমাসুন্দরী সঙ্গী হাওয়া
সুখের পর দুঃখ ও তেমনি এক সুখের অনুষঙ্গ
যাকে ছাড়া মোটেই চলে না জীবন।