আঁধার ঠেলে ঠেলে তাকিদ আসে জীবনের
ফুটিয়ে তোলো দক্ষিণের আলো
ভরে তোলো সুখের বাগান
ছায়া আর নিবিড় ভালোবাসায় হয়ে ওঠো মানবিক।
আমি তো অহোরাত্রি ঠেলছি আঁধার
কোলাহলময় সোনালি আলোর দেখা পাবো বলে
না ঘুমানো ছেলেদের দলে ভিড়ে
খই ফোটাবো মহা কর্মযজ্ঞের__
ওপারে ফেলে আসা ধূসর অতীত
আর আগামীর কোলে স্বপ্নতাড়িত সুবুজ পৃথিবী
কোন এক মায়াময় কাব্যিক তুলি দিয়ে
এঁকে নেবো সুবিস্তৃত।
তারপর আর সু্ন্দর বলে আছে কি?
মুঠোয় পুরে সমস্ত সুখের বিলাস,
দেশের দুঃখী মানুষগুলোকে না হয় ঠেলে দেবো
ঋণের বোঝায়।