কতকিছু চাও তুমি কতকিছু পাও
কেবল তোমার জীবনে নাই কোন দুখ
মনে হয় এ তোমার সুখের অসুখ।
তুমি তো ভুলেছো সব, প্রিয়তির চেনা ব্যাকরণ
খেয়ালি বসনে দেখো চারিদিক,চিকচিক বসন্ত সমীরণ
অথচ বাগানে ফোটা ফুলগুলি পায়নাকো দেবতার বেদী, দেবতা কখনো তবু করেনা বিমুখ।।
কেহ ঝরে অনাদরে কেহবা শুকায়
কেহ হয় অমূল্য মালাতে জড়ায়
তুমি তো ছড়িয়ে দিতে উপগ্রীব সূর্য সুখের গান
সুখের অসুখে নাচো... নাচো....
একবার দেখো চেয়ে কাঁদে কত বাইরেতে
বেদনার্ত-- দগ্ধপরাণ।
_______________________