দেশ জনতা
শুনতে কি পাও আমাদের মেরুদণ্ড কেটে
কশেরুকা খুলে নিয়ে বিক্রি করেছে কেউ হাটে

আমাদের বানিয়ে ছেড়েছে নপূংশক
নিয়ে গেছে রাগ ক্ষোভ বিদ্বেষী অভিমানী লোক

রাজপথ করে লালে লাল
ক্ষমতার মোহে, বিনয়ী সকালেও রক্ত করেছে পান
হিংস্র হায়েনা ওরা,
                বখরা উঠানো মানুষের হিজড়ে সন্তান

ভাবছে কেউ কেউ
                        আরব বসন্তের ঢেউ
এদেশেও এসেছে ধর্মের কলে ভর করে
ওরা কেউ গেছে ফিরে বলে নাই আজও কেউ
তাহলে কি সবাই গিয়েছে মরে?

প্রেত ছায়া উড়ে এসে কানে কানে গেছে বলে
মৃত লোক ফিরে আসে বুজরুকি হলে

সময় ফেরে না আর, ফেরায় না সময়ের লোকে আজীবনের মতো আলো যেমন ছেড়ে যায় অন্ধকে

তবু কি মানব মনে জাগবে তৃষা
                     ফাগুনের আগুন নেশা
খই ফোটা বিবেককেও খোঁচাবে প্রচুর
না জানি পাপীরা আর
                কখনো ছাড়বে কি না স্বভাব পশুর!