সত্য বলছি,
ভালোবাসাটা হয়নি তো এতোকাল
দুমড়ে মুচড়ে গিয়েছে আমার মন বসন্তকাল
দুঃখ সুখের বাসর গড়ে এতোকাল শুধু ছাড়িয়ে গেছি বিস্তীর্ণ জঞ্জাল।
সত্যি বলছি
ফাগুন সময় কাটেনি গন্ধরাজে
তোমাকে দেখিনি,দেখিনি ও'ভাঁজ আন্তরিকতার লাজে
তবু স্বপ্ন, তবু প্রেম প্রেম খেলা, তবু প্রাণে প্রাণে
ভালোবাসবার মোহন বাঁশী বাজে।
বলছি সত্য জেনো,
আগুন পৃথিবী কুয়াশার ফুলবন
ভবঘুরে মুখ, তৃষ্ণার বুক পেরিয়ে হউক উদার উন্মোচন
হউক ব্যথার বিনাশী আঁচল, সুখের উদ্বোধন।
সত্যি বলছি শোনোঃ
ভুলের মাশুলে রং ঢেলে আর সাজাবো না অপরূপ
এমনি করেই জীবনেরে নিয়ে থাকবো না নিশ্চুপ
এসো গান গাই মিলেমিশে যাই একে অপরেরে খুব।