১||
স্বপ্নকে ছুঁতে চাও? দেবে ধরা আপন হাতে
সততা আর সত্যের মুখোমুখি হও, লেগে থাকো;
কাজ হবে নিশ্চিত তাতে।
২||
সত্য লুকাতে চাও ?
যত চাপা দিতে চাও, দাও
মাথা তুলে সে উঠবেই;
আলোর কিনারা পেলে, না ফোটা ফুলের গাছেও সুবাসিত ফুল ফুটবেই।
=======================
টুঙ্গিপাড়া,