যখন দেখি স্বপ্নেরা থেকে গেলো স্বপ্নেই
আসলো না চেতনায় ফিনিক্স পাখি
সুকান্ত এসে বললো না, এই নাও দিয়াশলাই
এই নাও আগুন মশাল
জ্বালাও মর্ত্যের সব অপবাদ
একাকার করে তবে, জুমের আবাদ করো নতুনভাবে।
প্রেম হোক জীবনের উৎসব বাতি।

যখন দেখি বেদনারা চিরকাল বাজায় করুণ
প্রবেশের পথে পথে আঁধারের খেলা
যখন দেখি চিত্তের শতদল ফুটছে না আর
বিবিধ রোমন্থনে কেটে গেছে বেলা
তখনও হিসেব কষি, পাণ্ডুর চোখে দেখি দেশে দশে
শবের মেলা।

যখন দেখি কেউ এসে বলছে কমরেড
ওঠো, জাগাও স্বদেশ__
লুটেপুটে সব নিলেও রয়েছে মানুষ অগণন
যে মানুষ দুইহাতে গড়ে নেবে তারে
দেখাও একবার, তুচ্ছ করে ভ্রান্ত ধারনারে
ছবির মতো গড়ে নেয়া যায় এদেশ
সৎ ও সত্যের সঠিক ব্যবহারে।