কে বলেছে শরতের কালোমেঘে হয় না বৃষ্টি
ডাকে না মেঘ কড়াৎ কড়াৎ
স্মরণের দীপিকায় জ্বলেনা আগুন?
আমি তো দেখেছি মেঘ আর রৌদ্রের লুকোচারী খেলা
ছাতিমের গন্ধে ভরা পূর্ণিমা রাত, নরম বাতাস
আমেজ উৎসবের
দেখেছি ক্ষেত ভরে শুয়ে থাকা হাতছানি নবান্নের

কে বলেছে প্রকৃতি হয় না বিরূপ শরতে
মানুষও বিরূপ হতে হতে
ভুলে যায় জন্মের ইতিহাস, ভুলে যায় চেনা পরিচয়
মানুষও নামতে নামতে নেমে যায় নর্দমায়
কীট হয়ে বিবেকের কুঠুরিতে ক্রমাগত কামড়ায়
নেচে ওঠে লোভ আর হিংসায়
মানুষই প্রতিদিন যোগ দেয় হায়েনা সভায়......

শরৎ ভোলে না নীলাকাল, রাতের কানাকুয়া
শেফালির ঘ্রাণ, ধূসর ছায়াপথ
ভোলে না নদীর নিম্নমুখী হাতছানি নতুন চরের
জেলেদের ভালো থাকা
ইলিশের হাট, শারদীয়া উৎসবে নিমগ্ন রাখা।  

মানুষই ভুলে গিয়ে প্রতিদিন যোগ দেয় হায়েনা সভায়
মানুষই প্রতিদিন বিচিত্র রূপে ধরা দেয়
আপনকে করে যায় পর।