যা পেয়েছি, তাইতো তুমি দিলে
আদিগন্ত তোমায় ছুঁয়ে আছি
এই জগতে আর কিছু না পাই
তুমি আছো, ছিলেও কাছাকাছি।
ভাবিনি তো কষ্টে কাটার দিন
দেখিও নাই স্বপ্নটা রঙ্গিন
থাকি, যেমন তুমি রেখেছিলে
চেয়েছি তো এমনি চিরদিন
মাঝে মাঝে আবেগ খেলা করে
চিত্ত নাচে ফাগুন আসে নাকি
এলে তাতে কি যায় আসে কারো
চোখ দুটো না অন্য ঘাটে রাখি।
ছিলে আছো যেমন এতদিনে
সঙ্গে থেকো এই মিনতি থাক
যারা থাকলো দুঃখে-কষ্টে-ঋণে
প্রাপ্তি দিও, স্বর্গ সুখের ভাগ।
________________
টুঙ্গিপাড়া,