আর কতটা কাঁদবে তুমি বলো
কতটা যে রাখবে আমায় ভালো
সেই তো কবে ছেঁড়ে গেলাম ঘর
তার পরে কি হলাম আমি পর ?
তোমার বাড়ির পাশে আমি থাকি
দেখে থাকলে কথা বলবে, নাকি ?
সরু গলি পেছন দিকটা কালো
সব দিয়েছো দাওনি কিন্তু আলো।
এঁদো কাদায় হাটু সমান জলে
প্রতিদিনই যাওয়া আসা চলে
প্রতিদিনই ব্যস্ত সড়ক বেয়ে
যাও যে কোথা নিত্য চরম ধেয়ে!
অমন কেন তোমার বেঁচে থাকা
অমন কেন জীবন বাজি রাখা ?
জীবন মৃত্যু খুবতো কাছাকাছি
তাই জেনে কি সবাই বেঁচে আছি??
এখনো জানি মনটা পড়ে আছে
লজ্জা কেবল হানা দেয় যে পাছে
চিত্ত নাচে দোদুল দোলায় ভরা
স্বপন ভুলে করুন চোখে ফেরা।
******************
১৭/৮/২০২০