এখন আর আসছে না স্লোগান বিপ্লবের
স্লোগান মুখেই একদিন নাম লিখিয়েছিলাম
হলাম আমি বিপ্লবী একজন
দেয়ালে দেয়ালে লিখলাম পরাণ কথন
উদ্যানের গাছে গাছে ঝুলিয়ে দিলাম রক্তের অক্ষর
মানুষের মনের ভেতর গাঁথলাম স্বপ্ন আগামীর
নিশ্বাসে তাড়িত হলো
পুরো পাল্টে দেবো পৃথিবী আমার

একজন বিপ্লবী কখনো ভাবে না নিজেকে নিয়ে
ভাবে না পৃথিবীতে তার নিজস্ব কিছু হোক
একান্ত প্রিয়কিছু তার থাকবার কথা নয়
কোকিলের গান তার নিজস্ব
শালিক টুনটুনি দোয়েলের শিষ তার নিজস্ব
ফাগুনের আগুন জ্বলা রোদ্দুর তার নিজস্ব
একজন বিপ্লবী সার্বজনীন, নিজস্ব বলে তার কিছু নেই
পৃথিবীর সবকিছু তার, সবকিছু অন্যের.....

ধর্মতাড়িত সন্ন্যাসীও একদিন ভুলে যেতে পারে
ধর্ম সত্য ত্যাগই সত্য ত্যাগেই মহিমা
বৌদ্ধ ভিক্ষু কিংবা যাজক একদিন ভুলে যেতে পারে
অহিংসা পরম ধর্ম
কিন্তু স্বপ্নথাড়িত বিপ্লবী দেশপ্রেমিক ভুলে যেতে পারে তার দেশ রাষ্ট্র জনতা একথা বিশ্বাসই হয় না

অথচ তাই ই হলো
পাল্টে গেলো বিপ্লবী মন, পাল্টে যায় মানুষের জন্য এনে দেবার সুখ শান্তি সমবন্টনের থিউরি
বিপ্লবী নাম লেখালো স্বার্থ বিনিয়োগে__
তাইতো বেগম পাড়া আমেরিকা ইউরোপ দুবাই কাতার সিঙ্গাপুর মালয়েশিয়ায় গড়ে ওঠে ইমারত
সুখকে রপ্তানি করে সুখের দেশে

স্বপ্ন তাড়িত মানুষ আরো একবার নিঃস্ব হয়ে যায়
আরো একবার ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে দ্যাখে
তথাকথিত বিপ্লবী দেশপ্রেমিক
তারপরও আবার হয়তো কখনো কারো প্ররোচনায়
গগনবিদারী স্লোগান তুলবে কাঠ ফাটা রোদ্দুরের রাস্তায়