আহা স্বপ্নপুর!
কোথায় সে কতদূর আর কতদূর?
মন হতে গেছে চুরি গানেদের সুর
ফুলের সোহাগ, ভাবনার অন্তঃপুর
ভালোবাসা আলোময় শুভেচ্ছা দুপুর
কোথায়, কতদূর আর কতদূর?

আশা জাল ফেলে ধীরে হৃদয়ের বন্দরে
স্বপ্নকে এঁকেছি নিপুণ নিখুঁত
এঁকেছি সুরভী রাত,অমায়িক আনন্দ প্রভাত
মনে তবু চাপে কেন অতীতের ভূত?

কেন বৃথা ভাবি মনে কেন ভাবি কু আসনে
নিজেকেই বসানো উচিত
যে আছি এ নিখিলে আসলেই আছি ভুলে
যেতে হবে এটা নিশ্চিত।

আহা স্বপ্নপুর!
আড়াল হলেও জীবন ভীষণ মধুর।