এ ব্রাত্য কবির নেই কোন অভিমান অথবা ক্ষোভ
দুঃখকে খাতির করে তামাদি ঘরে শেকল এঁটে দিয়েছি
পয়মন্ত বিকেলকে সাক্ষী রেখে কবিতাকে বলেছি,
দুঃখ কীসের?
শেকল ভাঙার গান হয়ে ছুটে আসো
আমরা কোরাসে কোরাসে ভরে তুলি অধুনার অনলাইন।
দুঃখকে ছাপিয়ে কবিতায় আমারই মতো স্বপ্নকথা
বলে চলছে বহু কবি
ব্যথাকে মাড়িয়ে কবিতাকে বুকে নিয়ে হাঁটছেও
ফুটতে পারেনি ফুলের মতো, হয়নি বিকশিত
তাই বলে থেমে যায়নি কবিতা, থামেনি পৃথিবীর চলা।
কবি তো চায় না কিছুই,
কেবলই চায় জানুক তারে কেউ
তার মতো দুঃখ আর কষ্টে আত্মাহুতি দিক অন্যকোন মানুষ।