অজানার পথ হেঁটে জানান দিয়ে যায়
ইচ্ছেরা দুলিয়ে যাক শাড়ির আঁচল
সুবর্ণ পাখিরা থাক ভোরের পাঠে
নদীতীরে বালিহাঁস বক সারি সারি
বিধবা শরীরে থাক নতুন খবর--
ফুলের কাছে আছে মউলের নেশা
আকাশের কাছে উদারতা
ফসলের মাঠে হাসে কৃষকের আশা
শ্রাবণের মেঘে ভালোবাসা।
এ দেশ এ ভূমি নয়
মানুষে মানুষ ; চিরকাল খাঁটি নয় প্রেমিক ভঙুর
কিশোরীর পায়ে থাক মাতাল ঘুঙুর
পায়ে পায়ে বাড়ুক বেলা।