রেখেছি স্বপ্নের মাদুরে দুই চোখ
যুদ্ধের ঘোড়া, দুর্দান্ত ছুটে দেখালো আস্তাবল
অদূরে জেগে আছে দুর্গের চূড়ো
অতীত খননে জাগে শহীদ গাজীর ইতিহাস
পার হতে হতে স্বর্ণময় সুসময়
তারপর, কখনো কখনো দুর্ভাগ্যের নামাবলি গায়ে
সামলে বেপাড়া, পৌঁছে দেখি নদীর কিনার
যতই বইতে থাক জলের ধারা
নির্মম হতে হতে একসময়, হারায় অস্তাচলে রবি
সমতা বিধানে রেখে হাত স্বপ্নকে ছুটিয়ে দিলেও
ঈশ্বরও নিপুণ ইশারায় দেখছেন সবই।
আসলে কী হয় কখনো সবার সমান?
ঈশ্বরই রাখেনি সে পথ
কড়াক্রান্তির কঠিন যাঁতাকলে ইহকাল
খানাখন্দের ঝক্কিঝামেলা পেরোবার চৌহদ্দি আঁকা
স্বপ্ন দেখে কী লাভ?
কর্ম আর ফলাফল যুদ্ধের কখনো টানে না ইতি।