হে কবি, চোখ মেলে সত্যকে লও তুলে
খুলে দাও হৃদয় জানলা,কলুষ মুক্ত করো সমূলে

পাশ ঘেঁষা স্বপ্ন সাধক না হওয়াই এ জগতে ভালো
অন্তর বিকশিত নয়, কৃষ্ণপক্ষের কালো
জানি আমি, কবি তো কখনো হয় না বোধের বাহির
হয় না দস্যুমন্ত ভাবনার সীমান্ত স্থির।

কবি চোখ নিবিষ্ট থাকে আগামীর দিক,ভাবনা অধিক আগামীর পৃথিবীতে শান্তি কল্যাণ হোক
কবি চিরকাল স্বপ্ন দেখে, স্বপ্ন দেখানো লোক।