বসে আছি বত্রিশে
বসে আছি প্রবাহিত রক্ত নদীর পাশে
বসে আছি দুঃস্বপ্নের পাশে,
আছি এক অনিদ্রার পাশে
বড্ড মায়া ভরা চোখে....
কোথাও কোন কান্না নেই
নিবিড় কোন শব্দ নেই
শুধু দেখতে পাই রক্তাক্ত ঘুমন্ত মুখ
সে মুখে জড়ানো এক অলৌকিক আভা
ফেরানো ভবিতব্যের দিক
সমৃদ্ধির দিক...
কে বলে আকাশ অন্ধকার, একটিও তারা নেই?
পূবের দরজা খোলা
আলো এসে ভরে দেবে অসুখী জানলা
চাঁদের বুক জুড়ে যে গভীর ক্ষত
সাক্ষী হয়ে থাক অনন্তকাল
আর বলবো না
কারো স্নান-শরীরের পাশে বসে আছি
বসে আছি শোক ছুঁয়ে, শক্তি হয়ে
স্মরণের স্পর্শ নিয়ে...
হলেও বিলম্ব কিছু,
পৌঁছে গেছি স্বপ্নের কাছাকাছি
মোটেও ভাবছি না আর যাত্রা থামাবার।
---------------------------------------------
১৩/০৮/২৩