দিচ্ছি কথা, দেশ মাটি জনতার হাট
বর্ষা ফুরাবার পর জাগলে নদী খালবিল মাঠঘাট
শীতের শতরঞ্জি খুলে
বুকের খানাখন্দ করবো ভরাট
তার আগে কাদামাটি জলে
লিখে দেবো দেয়ালে দেয়ালে
এসেছে নতুন স্বৈরাচার রুখতেই হবে পুনর্বার
এখনো প্রেরণা যোগায় আসাদের শার্ট।
বহুবার নেমেছি রাস্তায় থেমেছি আবার
মনে হয়, পা দু'টো টেনে টেনে ধরে কেউ
আমাদের মাঝখানে গলাজল
তবু আছে জনতার প্লাবন আর ঢেউ
সবগুলো রঙ যদি হয়ে যায় ফিকে
আমাদের যাবতীয় দুঃখ লিখে লিখে
হোক,
এখন সময় নেই করবার বিলাপ অথবা শোক
জেগে ওঠো তৃণভূমি, সবুজের মাঠ
খুলে দাও বিপ্লবী কালের কপাট
আবারও জমবে মেলা বাতায়নে খোলামেলা
শুরু হোক বাংলায় সোনালি স্বপ্নের পাঠ।