ফাগুনের উদ্বাস্তু দুপুর জুড়ে মন পড়ে থাকে
আহা! যদি আসে সেই দিন!
যদি আসে যুগপৎ সুখ আর দুঃখের সারি সারি ঘর
যদি আসে কৈশোরের মেঘ ডাকা যুগল বিকেল
ঘোষের ঘাটের মাঠে দাড়িয়াবান্ধার ছুট....

অথবা বারেক তাকালে যদি দেখা যায়
গুনটানা মাঝি মাল্লার নৌকার সারি মধুমতী তীর ধরে মোল্লাহাট মানিকদহ বড়ফা ছোটফা ছেঁড়ে আরো দূর দিকে যায়
নদীর এ চরে ও'চরে চরায় গরু ছোট-বড় রাখাল ছেলে

এখন যদিও সৌন্দর্য ফুলে ভরে গেছে বিবেক বাগান
হাটের হুল্লোড়ে প্রতিদিন মার খায় অভুক্ত জেব
যুগল পদচারণায় ভরা দখনে বাতাস
মায়াবী ইথারে চলা কথাদের ঝড়, ভাঙে গড়ে সোমত্ত সংসার

সন্নাসী মন তাই আগামীর আলোর উৎস খুঁজে চলে
পেছনের নিবিড় ছায়া ভুলে