রোজ শব্দ শুনি ভাঙ্গনের
তুমি কী সত্যিকারে ভেঙ্গে দেবে সম্পর্কের সংসদ?
এতকাল মুগ্ধ করে রেখেছো অবলীলায়
হাঁটা পথে ফুটে থাকা ফুলগুলি এভাবে মাড়িয়ে যাবে, শিশুদের গালে হাত না দিয়েই পেরিয়ে যাবে হিজল দুপুর, বুঝতে পারিনি।
কত রুদ্র  বৈশাখে
কেবল কণ্ঠভোটেই পাশ করে গেছো চূড়ান্ত বিল
চোখের  তির্যক বাণে বিদ্ধ করে গেছো দেহের শৈবাল
দোর্দণ্ড দাপটে দাপিয়েছ তামাটে যৌবন সময়
আজ কেন অসন্তুষ্টির পারদে জ্বাললে ভাঙ্গনের শিখা!

রৌদ্রের ঝাঁজ এসে দারুণ তপ্ত করেছিল আঙ্গিনা তোমার
কি দারুণ নিঃশ্বাসে আঘাতের বিষদাঁত ভেঙ্গে ভেঙ্গে এগোলে মাস্তুল হয়ে, এখনো ঝলসানো বিবেক রুয়ে
সতেজ সবুজ চারা ছুঁয়ে যায় পার্বতী বন
অথচ পেছন ফিরে তাকালে না আর
ভাঙ্গনের তীব্রতা কেন ছুঁয়ে গেলো
কোন সে অধরা নাকফুল ঘ্রাণ, কেড়ে নিল সুখ ঘুম তোমার! জানতেই পারিনি আজো।

রোজ শব্দ শুনি ভাঙ্গনের
আবার তাহলে গড়তে কী চাও সম্পর্কের নতুন সংসদ ?
★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,