জন্মাবধি দেখলাম মাথাটা নুইয়ে
জ্বি হুজুর করতে করতে ফেনা ওঠে মুখে
শরমের মাথা তার খুইয়েছে বহু আগে
সময় ঘড়ির দোলনায় দুলে সে ভণ্ড মোনাফেক
গাড়িতে ওড়ায় পতাকা দেশের
ঢক ঢক গিলে চলে পুরিয়া আশীর্বাদের
ভাবলো না একবারও
পরকাল হতে পারে খুবই ভয়াবহ

তুমুল হট্টগোলের ভেতরেও কেউ কেউ
খুঁজে ফেরে দুমেরুর নৃত্য সংস্কৃতি
অন্তর থেকে তাদেরও বলি
হঠাৎ তৈরী করা অন্ধকার ও রঙিন সন্ধ্যা
তোমাদের দীর্ঘজীবী করুক

জেনে রেখো,
পঙ্কিল পথের শেষে কেবলই জলের আধার
জোয়ারের প্রবলটানে কখন যেন ছিঁড়ে যায়
তোমাদের সম্পর্কের নোঙর !