কুকুর বিড়াল মরে গেলে তারপরে
ঠ্যাং ধরে তারে ফেলে আসে দূর বনে
নীরবে দু'চোখে অবিরত জল ঝরে
ছিল একদিন, বহুদিন থাকে মনে।
মানুষ মানুষে ভালোবাসাবাসি হলে
নিঃশ্বাসে প্রশ্বাসে একসাথে এক হয়
থাকে না আপন সে মানুষ মরে গেলে
ভুলে যায় তারে একান্ত জন নিশ্চয়।
কী করে ভুলিবে ভিটেমাটি হারা যারা
চিরকাল ধরে খেয়ে খেয়ে যায় মার
অকাতরে দিয়ে প্রাণ বলিদান তারা
চায় ফিলিস্তিনে স্বাধীন বসতী ঘর।
সুদূর দেশের রাজা রাজাদের খেলা
ঠেলে পাঠিয়েছে মুসলমানের পর
মসজিদসহ বাসস্থান পাঠশালা
বোমায় গুলিতে কাঁপিতেছে থরথর।
কবে হবে শেষ এমন গজব দিন
কবে নারী শিশু হাসিতে উঠবে মেতে
কবে কোন দিন সুখের বাজবে বীন
মিলেমিশে থেকে সময়ের পৃথিবীতে?