সমুদ্রের গর্জন, ঝড়ের হুইসেল, বিপ্লবের ঢেউ
নির্ঘুম ঘন কালো রাত
নীল চোখে ওই জ্বলন্ত সিগারেট
জ্বলছে শরীর, জ্বলছে হৃদয়, জ্বলছে অহমিকা
পূর্বাপর আকাঙ্ক্ষা
অতঃপরও পৌঁছনোর ভুল ঠিকানা-

যার পৌঁছনোর এতো তাড়া
সে কিনা বাঁধলো জীবন ঘণ্টার কাঁটায়?
সেকেন্ডে কেন নয়?

রাতের গায়ে ঢিল ছুঁড়লেও ডেকে ওঠে অলস হুতোম
তাড়নায় কেন জাগলো না পৃথিবীর কেউ
কেন গর্জালো না সমুদ্রের ঢেউ?

বুঝতেই হয়
খনি হতে তুলতে তুলতে খনিজ ফসল
সময়ের মতো একসময় স্বপ্নও শেষ হয়ে যায়।