সময়ের ট্রেনে করে কত প্রিয়জন গেলো চলে পরপারে
কতজন হারালো স্বজন
কেউ তো এলো না ফিরে--
সময় ফেরে না, হারানো স্বজনও ফেরে না আর
শোকের মাতম বুকে নিয়ে
নিকট জনেরাও ভুলে যায়,
ছিলো একদিন একান্ত সান্নিধ্য যার।
মানুষ এমন,
পৃথিবীর সব জীবনেরও একই হাল, একই রূপ
চিরকাল অন্তর পোড়ে, পুড়ে চলে বেদনার ধূপ।
তবু আজকাল মৃত্যুকে নিয়েও প্রহসন চলে হরদম
ম্যাটিকুলাস প্লানে
এইতো কদিন আগে এদেশে হয়েছে চরম
মরেছে বহুত, অবশ্য মরে নাই স্বজন আধুনিক
পোলাপান আরো আরো
কেউ কেউ আসছে ফিরে অগুনতি খুনী মামলার
পড়ছে ফসকা গেরো
মিথ্যের এতো বোঝা বইবার শক্তি তো থাকতে হবে!
মিথ্যেই একদিন ঝড় আর ঝঞ্ঝা রূপে এসে
এতো এতো ষড়যন্ত্র আর ম্যাটিকুলাস প্লানকে
ডুবিয়ে দেবে।